বৃষ্টির জেরে বড় গাছ পড়ে জখম ব‍্যক্তি পাত্রসায়ের হাসপাতাল চত্ত্বরে

23rd July 2020 12:48 pm বাঁকুড়া
বৃষ্টির জেরে বড় গাছ পড়ে জখম ব‍্যক্তি পাত্রসায়ের হাসপাতাল চত্ত্বরে


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : হাসপাতাল চত্ত্বরে থাকা প্রাচীণ এক বট গাছ ভেঙ্গে পড়ার ঘটনায় গুরুতর জখম হলেন এক জন। একই সঙ্গে একটি খাবারের দোকান ও একটি সেলুন ঐ ভেঙ্গে পড়া গাছে চাপা পড়ে যায়। বুধবার রাতে বাঁকুড়ার পাত্রসায়রের ঘটনা। আর তাতেই সকাল থেকেই লকডাউন শিকেয় উঠেছে পাত্রসায়ের হাসপাতালে এলাকা চত্বরে ।

স্থানীয় সূত্রে খবর, সামান্য বৃষ্টিতেই পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও চিকিৎসক-স্বাস্থ্য কর্মীদের আবাসনে জল জমে যায়। গত কয়েক দিনের বৃষ্টিতে অবস্থা আরো জটিল হয়ে পড়েছে। এই অবস্থায় দীর্ঘদিন জল জমে থাকার কারণেই সম্ভবত ঐ গাছটি উল্টে পড়ে বলে অনেকে মনে করছেন। এই ঘটনায় খাবারের দোকানে ঘুমিয়ে থাকা বিশ্বরুপ দিগর দোকান ভেঙ্গে নিচে চাপা পড়ে যান। স্থানীয়রাই গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আহত ঐ ব্যবসায়ী বিশ্বরুপ দিগর ও তার দাদা স্বরুপ দিগর বলেন, এই দোকানের উপর নির্ভর করে আমাদের সংসার চলে। এই অবস্থায় নতুন করে দোকান ঘর তৈরী করার মতো আর্থিকসামর্থ্য নেই। ফলে প্রশাসনিক সাহায্য ছাড়া কোন অবস্থাতেই ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলেই বলে তারা জানান।

 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।